Smiley face

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড

( পেট্রোবাংলার একটি কোম্পানী )
১৩৭/এ, সিডিএ এভিনিউ, ষোলশহর, চট্টগ্রাম
Smiley face
বিশেষ দ্রষ্টব্যঃ প্রিপেইড মিটারের জন্য নির্বাচিত এসএমএস প্রাপ্ত গ্রাহকগণ নিচের মেনুবারের ডাউনলোড অপশন এ ক্লিক করুন এবং ডাউনলোডকৃত প্রদত্ত ফরম অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনের পূর্বে যা জানা দরকারঃ
  • ১। গ্রাহক নিজ আবেদন নিজে সম্পন্ন করবেন এবং ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারের মূল প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন
  • ২। কেজিডিসিএল এর সকল অনলাইন রেজিস্ট্রেশনকৃত আবাসিক গ্রাহক প্রিপেইড মিটার স্থাপনের জন্য আবেদন করতে পারবেন
  • ৩। প্রিপেইড মিটার স্থাপনের জন্য আবেদনের পূর্বে গ্রাহকের সকল বকেয়া বিল হালনাগাদ পরিশােধ থাকতে হবে
  • ৪। যে সকল গ্রাহকের প্রতিটি সরঞ্জামের জন্য গ্রাহকের রান্নাঘর পর্যন্ত পৃথক পৃথক জি আই লাইন বিদ্যমান রয়েছে সে সকল গ্রাহক প্রিপেইড মিটার স্থাপনের জন্য আবেদন করতে পারবে
  • ৫। প্রিপেইড মিটার স্থাপনের পূর্বে গ্রাহকের সরঞ্জামের অভ্যন্তরীণ জি আই লাইনে কোন লিকেজ পরিলক্ষিত হলে গ্রাহককে কেজিডিসিএল অনুমােদিত ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহের মধ্য হতে যেকোন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে লিকেজ মেরামত করে নিতে হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
  • ১। প্রথমে এই পাের্টালে ব্যবহারকারীর নাম, মােবাইল নম্বর ও পাসওয়ার্ড এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  • ২। অনলাইনে নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ব্যবহারকারীর মােবাইল নম্বর/ই-মেইল এবং পাসওয়ার্ড এর মাধ্যমে পাের্টালে লগ ইন করতে হবে।
  • ৩। লগ ইন করার পর ড্যাশবাের্ড পেইজ এর আবেদন ফর্ম বাটনে ক্লিক করতে হবে
  • ৪। আবেদন ফর্মে গ্রাহক সংকেত ও মােবাইল নম্বর যাচাইপূর্বক অন্যান্য তথ্যাদি পর্যায়ক্রমে পূরণ করতে হবে
  • ৫। প্রয়ােজনীয় তথ্যাদি (যেমন- সর্বশেষ বিল পরিশোধের কপি, গ্রাহকের জাতীয় পরিচয় পত্র, নকশা, সরঞ্জাম ইত্যাদি) এর স্ক্যান কপি (পিডিএফ ফাইল) আপলােড করা যাবে। একাধিক স্ক্যান কপি হলে তা .zip আকারে আপলােড করা যাবে।

আমাদের সম্পর্কে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগের ১১ নভেম্বর ২০০৮ তারিখে জারীকৃত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার পেট্রোবাংলার আওতাধীন কোম্পানীগুলোকে সমন্বয় ও সুষমকরণপূর্বক গ্যাস শিল্পের বিকাশ এবং এ শিল্পের আওতাধীন বিভিন্ন গ্রাহকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড-কে পুনর্বিন্যাস করে “কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড” (কেজিডিসিএল) গঠন করা হয়। তদানুযায়ী কোম্পানী আইন-১৯৯৪ এর আওতায় ৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে চট্টগ্রামস্থ রেজিস্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস-এ নিবন্ধণের মাধ্যমে পেট্রোবাংলার অধীনে “কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড” (কেজিডিসিএল) নামে অত্র কোম্পানী আত্মপ্রকাশ করে। জুলাই ২০১০ হতে কেজিডিসিএল এর রাজস্ব আদায় কার্যক্রম শুরু হয় এবং ০৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এম.পি. কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।


প্রাকৃতিক গ্যাসের কার্যকর সরবরাহ ও ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাপান ইন্টারন্যশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) যৌথ অর্থায়নে “Natural Gas Efficiency Project [Installation of prepaid gas meters for KGDCL]” শীর্ষক প্রকল্পের আওতায় ৬০,০০০ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে। প্রি-পেইড গ্যাস বিল সংগ্রহ এবং কার্ড রিচার্জের জন্য বর্তমানে মোট ১৬টি কার্ড রিচার্জ সিস্টেম (Point of Sale or POS) স্থাপন করা হয়েছে। “কেজিডিসিএল এর আবাসিক গ্রাহকদের জন্য প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন” প্রকল্পের আওতায় আরো ১,০০,০০০ প্রি-পেইড মিটার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে, যা জুন ২০২২ এর মধ্যে সম্পাদন করা হবে বলে আশা করা যাচ্ছে।

সচরাচর জিজ্ঞাসা

যোগাযোগ করুন

ঠিকানা

১৩৭/এ, সিডিএ এভিনিউ, ষোলশহর, কেজিডিসিএল.বাংলা, চট্টগ্রাম,ফ্যাক্সঃ ০৩১ ৬৫৬২৩৯ ওয়েবঃ www.kgdcl.gov.bd

ইমেইল

info@kgdcl.gov.bd

ফোনঃ

+৮৮০২৩৩৪৪৫২৭৯৬